এ কাল আর সে কাল দুই দিগন্তের মত,
অন্যটি দূরে যায় একদিকে হলে ধাবিত।
সবাই এখানে ভালো থাকার কথা ভাবে,
সর্বদা ব্যস্ত জীবনটা কীভাবে  সাজাবে।


এই জীবন ক্ষণিকের, অন্তহীন পরকাল,
এই সত্য জেনেও  মন থাকে বেখেয়াল!
একদা চলে যেতে হবে এটা সত্য শ্বাশত
রঙিন জীবনে একথা ভাবে কেবা কতো?


জীবনের রঙটা যখন হয়ে আসে ফিকে!
তখন ভাবে কিছু পাঠায়নি সম্মুখ  দিকে!
বিবেকের দংশনে হয়ে যায় ক্ষত-বিক্ষত!
পেছনে প্রত্যাবর্তনের ক্ষণ থাকেনা অতো!


সমাপ্তিকাল যখন আসে নিজের  সকাশে,
আফসোসে বুক ভাঙে, অশ্রুধারায় ভাসে!
তোয়াক্কা করিনি কভু খোদার বন্দেগিকে!
হৃদয় সাজাইনি, সাজিয়েছি জিন্দেগীকে।


জিন্দেগীর জৌলুসতা দিতে ব্যর্থ পরিত্রাণ,
করেছি আত্মপূজা, করিনি খোদার সন্ধান!
আশঙ্কা জাগে খোদার আনুকূল্য কী পাবে?
নাকী পতিত হবে খোদার নিষ্ঠুর আজাবে?