রমজান মাসে কিছু লোকের খুব বিরক্তিকর হায়!
মনে মনে বলে "পড়লাম বাবা কী মহা দুশ্চিন্তায়"!
সে থাকার চেষ্টা করেনা ফজিলতের মাসে রোজা,
ভাবে, "এই কঠিন কাজ আমার জন্য নয় সোজা"।


কঠিনতম সময়টা পার করতে পারলে সত্যি বাঁচি,
কেউ রোজা না থেকে সম্মান বাঁচাতে বলে "আছি"।
সদিচ্ছা থাকলে মনে আল্লাহ পাক তার সহায় হন,
কতো দুর্বল মানুষ এ মাসে করেন সিয়াম পালন।


দেহখান তার তুলে তুলে নাদুস নুদুস দেখতে ষাঁড়,
সারাদিন খায় দায় ঘুরে বেড়ায় নাড়িয়ে মোটা ঘাড়।
চায়ের দোকান রেস্টুরেন্ট হোটেলে পর্দার আবডালে,
পান সিগারেট খাবার খায়, মুখে চায়ের কাপ ঢালে।


বেহায়ার মতো খোলা জায়গায় সিগারেটে দেয় টান,
মাহে রমজান মাসকে সে একটুও দেখায় না সম্মান।
সুবহে সাদিক হতে সন্ধ্যারাত পর্যন্ত পানাহার হারাম!
মুসলিমের সন্তান হয়েও সুস্থ দেহে খুঁজে সে আরাম!


আল্লাহ ও পরকালকে করে না ভয়, নামে মুসলমানই,
তাকে হিসেব একদা দিতে হবে, মৃত্য দিলে হাতছানি।
উদাসীন হয়ে যে জন পরিত্যাগ করল রহমতের মাস,
নিজেকে পরিশুদ্ধ করার সুযোগ হারিয়ে করে সর্বনাশ!


১৯/০৭/২০১৪ খ্রিঃ ।