.            আমাদের মহাজ্ঞানী নন্দ
আজীবন বাই তার        অন্যের সব ব্যাপার-
            নিয়ে করা অহেতুক সন্দ!

সারা গায় ময়লা মেখে      অন্যেরটা বেড়ায় চেখে
              কার গায়ে কেমন বাজে গন্ধ।
কারো জন্য ভাবে না         কারো কোনো লাভে না
                হোকনা যতই গভীর সম্বন্ধ।


নিজ স্বার্থে পড়লে টান       ভেঙে হয়ে যান খান খান!
               আজীবন লেনদেন বন্ধ।
ভোগের বেলায় সরব         ত্যাগের বেলায় নীরব
              মাটি করেন অন্যের আনন্দ!


কথায় তার খুবই তাপ         অন্যের 'পর খাটান প্রভাব
               অগ্রাহ্য করলে সে খুব মন্দ।
অন্যের বেলা পাড়েন আইন     নিজে যা করেন সব ফাইন
                তখন বন্ধ সব কিতাব নিবন্ধ।


করেন শুধু অর্ডার             পার হলে তার বর্ডার
             আমাবশ্যায় দেখিয়ে দেন চন্দ।
নিজের পথে চলতে            নিজের মতো বলতে
                সকলকেই ধরেন স্কন্ধ।


নিজে করেন আত্মপ্রচার         জ্ঞানে তার জুড়ি মেলা ভার!
            কাজে পাওয়া যায় না তো ছন্দ!
সময় সমুখে যায় এগিয়ে        আছেন প্রাচীন ধারণা নিয়ে
                বাধ্য করেন তা করাতে পছন্দ।