করেছিলাম কিরে,
পুরাতন পথে আর,
যাবো নাকো ফিরে!


ফিরে যদি যেতে হয়,
কেউ বলবে তাহলে
ছিলো সব অভিনয়?


ব্যক্তিত্ব হালকা হবে
নতুনভাবে গুঞ্জরণ সৃষ্টি
হবে মানুষের রবে!


সম্মান হবে ভুলুণ্ঠিত!
তুচ্ছ ব্যক্তিও কিছু বলতে
হবে না কুণ্ঠিত!


তিক্ত অভিজ্ঞতা পূর্বের
এখনো টেনে যাই তার
দুঃসাহসিক জের!


কুসুমাস্তীর্ণ পথের আশে
কর্পোরেট জীবন ছেড়ে
আসিনি মাঠের ঘাসে!


যে পথ কষ্ট বৈ আর
কিছুই দেইনি, প্রশ্নই নেই
সেদিক তাকাবার!


এখন যতই ঢেউ আসুক
তা থেকে এসম্মানের;
জীবন ডুবুক বা ভাসুক!