নদী সাগর চোর, আইনের
চোখে দেয় যে ধূলো
ছিঁচকে চোরের গুরুদণ্ড
চুরি ক'রে মূলো ৷


উড়ে এসে তাতে আবার
চিলে আধেক হাতায়,
ছিঁচকে চোর ঠিক পুরোপুরি
চুরির সাজা পায় ৷


প্রতাপশালী ডুবে ডুবে
সমুদ্রের জল খায় ৷
মন্দ পিঠটা আড়াল ক'রে
শূভ্রতাকে দেখায়!


ছিঁচকে চোরের প্রতাপ নেই
তাই হতে হয় ধৃত,
আসল দোষীর মুখোশ কভু
হয় না উন্মোচিত ৷