ভুলের মাঝে হাবুডুবু, স্বপ্নেও জানতে পারিনি,
পাইনি কোনো সংকেত তাই সেগুলো সারিনি।
অস্থির মন কোনো কিছুকেই পেতো না শোধিত,
ভাবতো হেথা এসে হবো কী সত্য হতে বঞ্চিত?
একবারের জন্য আসা, আর মিলবে না সুযোগ,
জীবন কেন বিফল যাবে? করবো শাস্তি ভোগ?


ভাগ্য জোরে সরে গেছে চোখের পরের আবরণ,
বুকের উপর জগদ্দল, দুর্বোধ্য তাকে অপসারণ!
সব ভুল ছিল এতোদিন সত্য বলে যা মেনেছি,
দূর থেকে সত্যকেই বিভ্রান্ত ও মিথ্যা জেনেছি।
পেরেক ঠুকছে হাতুড়ি, ব্যথায় জর্জরিত হৃদয়!
কাউকে বুঝাতে গেলে সেখানেই আসল ভয়!


বিষ্ফোরক কথা শুনে আসতে পারে মহাপ্রলয়!
কেউ যদি কয় এদ্দিন কেনো নিলে মিথ্যারাশ্রয়?
কী করি ভেবে না পাই অন্তরে পরকালের ভীতি!
তাতেও ভয়, সত্য বললে যদি নষ্ট হয় সম্প্রীতি?
অনেক কিছু ভাবা যায়, বাস্তবতা নয় ছেলেখেলা,
পৃথিবীতে সবচেয়ে কঠিন নিজেকে বদলে ফেলা।


নিজেকে বদলাতে গেলে সব কর্মকান্ড-নীতিতে,
চলতে হবে গতানুগতিক জনস্রোতের বিপরীতে।
নির্যাতন, অপমান, লাঞ্ছনা, বঞ্চনা সবকিছু সয়ে!
খোদা সহায়, তিনি রক্ষাকর্তা নিশ্চয় যাবো রয়ে।
অন্যথায়, 'পরে যা হবার হবে', এ ভাবনায় যথারীতি,
হবে না তো ফেরা, ভুলের মাঝেই জীবন টানবে ইতি!