মাছ মাংস ও ফলের আস্বাদ
   ভুলেই গেছি ভাইরে,
মোদের কাছে স্বপ্ন এসব
   কীভাবে তা পাইরে?


ডাক্তার বলছে রোগ প্রতিরোধ
      ক্ষমতা বাড়াতে,
ব্যাধি কিভাবে তাড়াবো চাল
     ডাল নেই হাঁড়াতে।


পকেট খালি, বাজার আগুন
   কার আসে যায় তাতে?
গরীব মানুষ আলু সিদ্ধও
    পাই না পান্তাভাতে!


যাদের আছে জমা টাকা
সাড় পাচ্ছে না তারা,
রোগে শোকে অনাহারে
আমরাই যাচ্ছি মারা।


বাড়ি থাকলে গিন্নী জ্বালায়
   পুলিশ জ্বালায় বাইরে,
একটুও আর ভাল্লাগে না
  বলো কোথায় যাইরে?


কাজ কাম বন্ধ বন্দি জীবন
   দিন কাটানো দায় রে,
কাটেনা তো একঘেয়েমি
   গাইছি তাইরে নাইরে।