দুনিয়ার প্রেমে ডুব দিয়ে যদি চাই সুখবিলাস,
ক্ষণিক তরে অনন্তকাল হয়ে যাবে বিনাশ!
আত্মশুদ্ধি অর্জনকারী রবে'র একনিষ্ঠ দাস,
ভয়হীন সে, রবে'র অনুগ্রহে হবেনা নিরাশ।


আজকে আমি সুস্থ দেহে গ্রহণ করছি নিঃশ্বাস,
অন্যের কষ্টে সমব্যথী তার জন্য হাহুতাশ!
মারা গেলে কাঁধে করে বহন করছি তার লাশ,
সৎকারে হচ্ছি সহায়ক, কাটছি অরণ্যের বাঁশ!


ক্রন্দন, স্মৃতিরোমন্থনে হয়ে যাচ্ছি উদাস!
কুলখানি অনুষ্ঠানে পাচ্ছে একাগ্রতার প্রকাশ।
নিজের বেলাও ঘটবে, করা যাবে না অবিশ্বাস,
যেকোনো স্থান যেকোনো সময় দিবস ও মাস!


হয়তো অদৃষ্টে থাকলে জুটবে সম্মানের আবাস।
নয়তো ভোগ করতে হবে নিদারুণ পরিহাস,
ভিন্ন হবে ক্রন্দন চিৎকারের মানুষ ও চারপাশ,
শুধু আমি নীরব, সবার মাঝে শোকোচ্ছ্বাস!


০৬/০৯/২০২১ খ্রিস্টাব্দ।