পাপাত্মাকে করতে গিয়ে সন্তুষ্ট,
খোদাকে করতে পারব না রুষ্ট!
পাপাত্মা এমনই একটা মহাধূর্ত,
আসল ঢেকে দেখায় নকল মূর্ত!
তার কাছে হতে গিয়ে প্রীতিভাজন,
হবো না খোদার কাছে অভাজন।


ক'রে পাপাত্মার আনুগত্যপোষণ,
করতে পারবো না কভু তোষণ।
সে যতই করুক রক্ত চোষণ,
সহ্য করবো না তার শোষণ!
করলে তার আনুগত্য স্বীকার,
পদদলিত, ভূলুণ্ঠিত করবে তার!


যদি করতে হয় জঙ্গলে বাস,
তাহলে সেথা গড়বো আবাস।
যদি না থাকে গমনাগমনের পথ
তবুও হবো নাকো নীতিহীন অসৎ।
যদি হতে হয় সকল সুবিধা বঞ্চিত,
যদি হতে হয় তেপান্তরে নির্বাসিত!


তবুও হবো না কখনো ভয়ে ভীত!
সে ভীত, যে খোদার কাছে ঘৃণিত!
আসুক না যতই কষ্ট বাধা বিপত্তি,
সত্য পথ থেকে নড়ব না এক রত্তি।
দুঃখ যাতনা এখানেই করব বরণ,
আফসোস নেই আসে আসুক মরণ!