তুমি কবিতার শিরোনাম, বর্ণ, শব্দ ও বাক্য
আমার টেবিল, কলম, খাতা দেয় তারই সাক্ষ্য।
তুমি কবিতার ভাষা, অন্ত, ছন্দ, কলম ও কালি
বিবরহের রাতে আকাশের কোণে চাঁদ একফালি।


তুমি কবিতার স্তবক, লাইন, মাত্রা, দাড়ি ও কমা
কবিতার মিত্রাক্ষর চিরদিন তোমাতেই আছে জমা।
তুমি খুঁজে ফেরা পঙক্তি, ভাবনার মরু মাঠ
শিল্পীর চিত্রপটে প্রজ্জ্বলিত নানা রঙের আর্ট।


তুমি কবিতার রসদ, সামগ্রী, গীতিকারের গান
সুরকারের সুরের দোলা, ছন্দের উপাদান।
তুমি সকল কবিতার উৎস্য, গুল্ম-লতা-নির্ঝরণী
তুমি কবির মনের প্রান্তরে বিচরিত চঞ্চলা হরিণী।


রচনা : ২৩.০৩.২০০৭ খ্রিঃ
কাব্যগ্রন্থ : 'প্রথম বসন্তে ফোটা ফুল'
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ