বনফুল আমি
নই বনস্বামী
দিবসের সমুখে
থাকে না কিছু বুকে।
ছড়াই না সৌরভ
নিশি মাের গৌরব
রাতে যবে সুঘ্রাণ
ভরাই সবার প্রাণ।
তখন সবে জনে জনে
খোঁজ করে আঁধার বনে
কিন্তু যে দিবসে
দুলি মনের হরষে।
তখন কেউ চেনেনা
বিনিময়ে কেনে না
যখন চেনে না সবে
লুকায়ে কাঁদি মৃদু রবে।
আঁধারে মোর লাগি
কত প্রিয় থাকে জাগি
তাপিত হৃদে ওঠে ঢেউ
কেন জানে না তা কেউ।


রচনা : ২২.০২.১৯৯৭ খ্রিঃ
কাব্যগ্রন্থ : "প্রথম বসন্তে ফোটা ফুল"
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ