আমরা অপাঙক্তেও, অভিশাপপ্রাপ্ত
সারাদিবা নিশি পশুর মত ক্ষিপ্ত!
অহংকারীর শত্রু, মানুষাকৃতির বিষাক্ত পতঙ্গ
সাত পুরুষের পাপে বাঁধা দেহের সকল অঙ্গ।


জন্মেছিলাম রঙিন ফুল
কর্মে সবাই ব্যাকুল!
হোক না বৃষ্টি, পড়ুক বাজ
তবুও মোরা করি কাজ।


পড়ুক শীত কিম্বা রোদ, হোক না ঝড় বাতাস
কাজ রেখে কখনও মোরা করি না হাহুতাস।
গাড়ি বাড়ি প্রাচুর্য নয়, দুমুঠো ভাতের লাগি
কতদিন অনাহারে, অনিদ্রায় কত রাত্রি জাগি।


জীবনে এত খাটি তবু
পেট পুরে খেতে পাই না কভু।
লজ্জা নিবারণের জন্য পাই না একখানা বস্ত্র
আছে শুধু শ্রম দেওয়ার ক'খানা ভাঙা অস্ত্র।


বেঁচে থাকার তাগিদে মোরা হয়েছি দ্বীনহীন
কেমন করে বলো খোদা শোধ দেব এ ঋণ?
পরকাল তো হারিয়েছি, ইহকালও বরবাদ
মানুষ হয়ে বেঁচে থাকার নেই কি মোদের সাধ?


২৩/০৮/১৯৯৭ খ্রিঃ