কবি খোঁজেন কবিতার ছন্দ
লেখক লেখেন প্রবন্ধ।
ছড়াকার লেখেন নতুন ছড়া
শিশুরা পড়ে নতুন পড়া।


পাখিরা গায় নতুন গান
নতুন রূপে সাজে অতান।
নতুন আসে দিনে দিনে
সমুখটা নিই চিনে।


কালে কালে পাল্টায় রীতি
প্রতিটি প্রভাত আনে নব সম্প্রীতি।


রচনা : ২০/০৯/২০০৬ খ্রিঃ
কাব্যগ্রন্থ : "প্রথম বসন্তে ফোটা ফুল"
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ