বকের সারি আকাশ দিয়ে যায় উড়ে
গ্রাম-গঞ্জ, বিজন মাঠ সব ফুড়ে।
দল বেঁধে রোজ যায় ওরা কোন্ খানে?
ব্যাস্ত এই মানুষ গুলোর কেউ জানে?


সূর্য যবে শান্ত হয়ে যায় পাটে
তখন ওরা নিত্য ফেরে এই বাটে।
কে দিলো ভাই সূতোই পা দুখানি গেথে
শিউলী মালা যায় দেখা উড়ে যেতে।


মিষ্টি সুরের ছন্দে গেয়ে যায় ওরা গান
মনে হয় একই দেহ, একই ওদের প্রাণ।
কখনও ওরা বানায় দেখ সুউচ্চ মিনার
উপায় তখন থাকেনা তাই ওদের চেনার।


উড়তে উড়তে আবার কেউবা পড়ে পিছু
নিত্য ওরা বানায় অজানা অনেক কিছু।