সুখের ঈদ, দুঃখের ঈদ
কান্নার ঈদ, ভাঙে হৃদ
কারো চোখে কাড়ে নিঁদ
মনের ঘরে কাটে শিঁদ।


ঈদের সময় এলে
বাস লঞ্চ রেলে
মানুষ মানুষকে ঠেলে
দেখে না কোথা ফেলে।


আজ সকলের বাড়ির টান
সয়না দেরি নাড়ির টান
হৃদয় করে আনচান
মানে না পথের ব্যবধান।

নাড়ির টানে আসি বাড়ি
রাস্তাতে পাইনা গাড়ি
যা আছে তা কাড়াকাড়ি
পায়ে হেঁটে জমাই পাড়ি।

কারো সাথে ছেলে মেয়ে
ঘাম ঝরে শরীর বেয়ে
দেখি স্টেশনে যেয়ে
বিড়ম্বনা আছে চেয়ে।


টিকেট কাউন্টারে ভিড়
মানুষ করছে তিড়বিড়
হৃদয়ে উৎকন্ঠার চিড়
কখন ফিরব আপন নীড়!


যদিও পেলাম দাড়াবার ঠাঁই
এরই মাঝে লুটপাট ছিনতাই
দিবানিশি রাস্তায় কেটে যায়
ঈদের দিনও থাকি রাস্তায়।


যানবাহনের পাইনা টিকেট
কর্তৃপক্ষ করে সিন্ডিকেট
উচ্চ মূল‌্যে ভরে পকেট
তাতেও ওদের ভরেনা পেট।

স্ত্রী সন্তান নিয়ে পথে
কষ্টে কাটে কোন মতে
চুরি ছিনতাই হতে
সাবধান ভাই এই রথে!