এদেশে মানুষের কাছে
মানুষের কী মূল্য আছে?
শুধু লম্বা কথা পাছে
কথায় চরে গরু গাছে।


রাস্তার দশা বেহাল
বাড়ি ফেরা হয় কাল
কর্তৃপক্ষ দেয় না খেয়াল
মানুষ হয়েছি পশুর পাল।

ঈদ আসে বছর ঘুরি
মানে না মন জারি-জুরি
পথ যেন মৃত্যুপূরী
ফিরতে হয় প্রাণ হাতে পুরি!


কেউ মরে লঞ্চ ডুবে
সলিলে সমাধি হয় চুবে
কেউ পশ্চিম হতে পূবে
মলম পার্টির হাতে যায় উবে!


কেউ পৌঁছায় ঘরে
কেউ রাস্তায় মরে
কারো মাথার পরে
গাড়ীর চাকা ঘোরে।


রক্তে রাস্তা ভাসে
লাশ হয়ে বাড়ি আসে
আনন্দের ঈদ করতে এসে
খুশি কেড়ে নেয় শেষে!

আজ নিরাপদ সড়ক চাই
ভাগ্যে কি সেটা নাই?
ঘরমুখো মানুষের প্রাণ যায়
এ কথা বলা মুশকিল ভাই!

ঈদ তো নয় হাতের মোয়া
নিম্নবিত্তের কাছে ধোঁয়া
অবশেষে করি এই দোয়া
বিপদ যেন কারো না দেয় ছোঁয়া


(কবিতাটি অতীত দিনের অভিজ্ঞতা থেকে রচনা করা বর্তমানের সাথে কোন সংশ্লিষ্টতা নাই, আসন্ন ঈদে এটা সতর্ক বার্তামাত্র, ঈদে কারো জীবনে বিষন্নতা আসুক এটা কারো কাম্য নয়, সবার জীবন সুখী হোক, সবার পথ চলা শুভ হোক, চোখের জলে কারো বুক সিক্ত না হোক এই কামনা করি, ঈদ মোবারক)