কাল বিকালে ঘুরতে যাচ্ছিলাম
গাঁয়ের পথটি ধরে
যেতে যেতে একটি জবা গাছ
দেখা দিয়েছিল মোরে।


গাছটিতে তখনও ফুটিনি ফুল
ছিল কয়েকটি কুঁড়ি
মনে কি চাইল হাত বাড়িয়ে
নিলাম একটি ছিড়ি।


কুঁড়ি ভেবে আহ্লাদে তাকে
থুয়ে দিলাম পকেটে
হেথা হােথা ঘুরে ফিরে
দিনটা গেল কেটে।


ভোরে নামাজের পর দেখি
পকেট কেন ভার!
লাল টুকটুকে ফুলটি ফুটে
হাসছিল বার বার।


আমি শুধু একাই জানি
আর জানে না কেউ
তার হাসিতে পকেটে উঠেছিল
লাল তরঙ্গের ঢেউ!


পান্থপাড়া, শার্শা, যশোর।
০১.১০.১৯৯৬