গগণ জুড়ে তারার মেলা
কানন জুড়ে ফুলের
নদীর তীরে কাশের মেলা
আর পক্ষী কূলের।


মৌচাকে মধুকরের মেলা
ফুলের প্রাণে রেণুর
বাঁশের বনে শালিক মেলা
নানা সুর বেণুর।


বাগান জুড়ে ফলের মেলা
আম, কাঁঠাল, জামের
শহীদ মিনারে মালার মেলা
আর শ্রেষ্ঠ নামের।


আসর জুড়ে কবির মেলা
কবির মনে কষ্টের
তা থেকে হয় কাব্য মেলা
ভীত ভাঙে ভ্রষ্টের।


গ্রন্থাগারে বইয়ের মেলা
বইয়ের মাঝে কথার
মনের মাঝে সুখের মেলা
বিরহ-ব্যাকুলতার!


নদীর মাঝে নাওয়ের মেলা
নাওয়ে রঙিন পালের
বাজার জুড়ে লোকের মেলা
নিয়ম চিরকালের।


মাঠের 'পরে ঘাসের মেলা
ঘাসের 'পরে শিশির
অষ্ট প্রহর জুড়ে মেলা
দিবস এবং নিশির।


বিশ্ব জুড়ে মেলার মেলা
দেখায় দারুন শ্রী
বিশ্ব মাঝে আমরা সবে
মেলার সামগ্রী।


রচনা : ২২.০৩.২০০৮ খ্রিঃ