এই সুখ, এই দুঃখ, জ্বালা-যন্ত্রণা
কিছু কভু মোর পিড়া দেয় না।
আমি এগুলোকে মনের সাথে
দুনিয়ার নীতি বলে নিয়েছি গেঁথে!


জানি সুখ, দুঃখ, জ্বালা-যন্ত্রণা
এ হল মনের রোগ, মিছে ভাবনা।
যদি কেউ এগুলোতে ধৈর্য না ধরো
তাহলে এ গ্রহ ছেড়ে চলে যেতে পারো!


রিক্ততা হৃদ মাঝে, সিক্ত এ বুক
মনে কর জীবনে এই বড় সুখ।
যার আশে হৃদ তব করে হাহাকার
সে কভু সুখ নয় জ্বালা বাড়াবার।


বিরহ ব্যথা আর সংসার জ্বালা
কারো কাছে বিষ আর কারাে কাছে মালা।
ভূবনে ফােটাতে ফুল কেউ হয় ত্যাগী
সংশয়ে নিজ ভূমে ডােবে বৈরাগী।


সুখের আশায় তুমি কভু থেক নাক চুপ
সুখ-দুঃখের আসলে নেই কোন রূপ!
সুখের আশায় যারা অযথা দিন গােনে
তারা সদা পাড়ি দেয় বেয়াকুফের পথ পানে।


সুখ সুখ করে মানুষ মরে হতাশায়
সুখ বলে কােন কিছু নেই দুনিয়ায়।
দুঃখের ভয়ে কাঁদেনা সেই দৃঢ় মন
সৃষ্টিকে যে ভালবাসে সেই সুখীজন।


পিতা-পুত্র, ভ্রাতা-ভগ্নীর কলহ-বিবাদ
এ হল জনমের পরমাস্বাদ!
যদি পার এগুলোতে করে নাও মিল
নৈলে বৃথা চাইলে সুখ হবে মুশকিল।


এরই মাঝে কেউ কারো অন্ধ ভালবাসে
কেউ দুঃখ সহ্য করে শেষ দিনের আশে!


রচনা : ২৩.০৯.১৯৯৬ খ্রিঃ
কাব্যগ্রন্থ : "প্রথম বসন্তে ফোটা ফুল"
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ