মুহাম্মদ রাসুল নামটি শুনতে
মধুর লাগে ভাই
তাই যে সদা মুখে আমি
এই নামটি গাই।


ছােটদেরকে করতেন আদর
হাত বুলাতেন গায়
তাঁর স্নেহ-ভালবাসার
তুলনা যে নাই।


তিনি ছিলেন কােমল হৃদয়ের
শান্ত-শিষ্ট একজন
তাঁর ব্যবহারে গলে যেত
সব মানুষের মন।


ইহকালে ও পরকালে
তিনি সবার নেতা
তাঁর পথে থাকব অটল
যতই আসুক বাঁধা।


খােদা তাঁকে দান করলেন
কাওছারের সোপান
তাঁর আদর্শ করব ধারণ
আমরা মুসলমান।


রচনা : ১৫.০৮.১৯৯৩
(আমার জীবনের প্রথম কবিতা এটি)