আঁখি জল কভু যদি
হতো মোর কবিতা
দিবাযামী কাঁদতাম আমি
লাগত না কলম খাতা!


ব্যর্থ জীবনে, রিক্ত মনে
কেঁদে কাটাতাম লগ্ন
সিক্ত বুকে প্রতি নিঃশ্বাসে
হতাম নীবিড় মগ্ন!


বিষাদের কবিতায়
ভরিয়ে দিতাম সংসার
সকলে বলত মোরে
কবি নয় জাদুকর!


রচনা : ১৫.০৫.১৯৯৫ খ্রিঃ