চোরকে  দেখে  কি সাধু পালায়?
নাকি সাধুকে দেখে চোর পালায়?
অভাবে  কি  স্বভাব নষ্ট?
নাকি স্বভাবে জীবন নষ্ট?


জ্ঞানে  কি  ধ্বংস  আনে?
নাকি ধ্বংসে জ্ঞান আনে?
কোনটা উত্তম আত্মসমালোচনা?
নাকি অন্যকে নিয়ে সমালোচনা?


গীবত, হিংসা, আর অহমিকা
পুষলে  কি  পাবে জয় টিকা?
অর্থে  কি  সম্মান  বাঁচায়?
নাকি সম্মানে অর্থ বাঁচায়?


অর্থ না সুনাম কোনটি দামী?
তোমাকে আজ শুধায় আমি!
মহান  ব্যক্তি  কি  ধূর্ত  হয়?
নাকি ধূর্ত কখনো মহান হয়?


অন্যের ক্ষতিতে কি নিজে অলংকৃত?
নাকি অহমিকার বানে  চির  ঘৃণিত?
বিবেকের  দংশন  স্বার্থে  মোড়া
ত্যাগের মহিমায় আমি জলঢোঁড়া!


তবুও আকাঙ্খা হব খ্যাতনামা
দিনান্তে পাই মুখে ঘষা ঝামা!
শুদ্ধ  আর বলি  বল  কাকে?
সময় গেলে আর কি থাকে?


রচনা : ২৫.০৮.২০১৪ খ্রিঃ