যার  ভেতরে  আছে  যে  যে  বোল
তার ভাষাতেই সে করবে কলরোল।
শিশুরা হেসে দােলনায় খায় দোল
মুগ্ধতায় মায়ের মুখে পড়ে টােল।


গরুর  বাছুর  ডাক  দিয়ে  যায়  হাম্বা
তোমার বোলে আর কত নিচে নামবা?
ঝড়ের  বোলে প্রকৃতি  যায়  নড়ে
ঊষার  বোলে  নতুন পৃথিবী গড়ে।


মাটির  বোলে অপরূপ  হয়  ধরা
বেঁচে  থাকে প্রাণ বংশ-পরম্পরা।
আকাশের  বোলে  পৃথিবী পায় রং
সৃষ্টির  মাঝে  দেখি তাই না না ঢং!


রাতের বোলে প্রদীপ হয় যে সজীব
কারো  আছে কারো  নেই যে জীভ।
সারা দিবা-নিশি কুকুরের বােল ঘেউ
অন্যের  বোলে ডাকে না ভিন্ন  কেউ।


মাঠের পরে হুক্কা ডেকে যায় ফেউ
নেশার ঘোরে মানুষের বোলে ঘেউ।
কারো বোলে দেখলাম না ভাই ভ্রম
মাইনসের  বেলায়  শুধুই ব্যতিক্রম!


রচনা : ০৬.০৯.২০১৪ খ্রিঃ