সেদিন থেকে ভাবি কবিতার মানক্ষুন্ন হয়ে গেছে,
যেদিন থেকে আমি তা লিখি! কারণ আমার মত
নগন্য কবিতা লিখবে? কখ্খনো ভাবিনি, এখনো না।
আমার কলমের ডগা দিয়ে যা আঁচড় কাটে
ও গুলো কী সত্যিই কবিতা নাকী আবর্জনা?


যার সামনে আআসমান শূন্যতা তখন তার মুখ দিয়ে
গল্গল করে কথা বের হবেই আমার বেলায়ও তেমন ৷
আমরা কবিতায় কাব্যিকতা খুঁজি প্রাসঙ্গিকতা, আধুনিকতা, ছান্দিকতা, রূপকতা, গভীরতা উপমা, শৈল্পিকতা, ব্যাকরণ।


কষ্টের কী আধুনিকতা আছে? না আছে শৈল্পিকতা?
নাকী আহাজারি করতে কোনো ভঙ্গিমা জানা লাগে?
অনেক হারিয়েছি এখন প্রকাশের ভঙ্গিমা খুঁজে বেড়াই!


রচনাস্থান : পান্থপাড়া, শার্শা, যশোর।
রচনাকাল :২৮.০৬.১৯৯৬ খ্রিঃ