আমার কবিতা কভু দেখেনি, কোনো পত্র পত্রিকায়
আমি  অকারণে  লিখে লিখে, শুধু করি দিন  সায়।
আমার  কবিতা  কি সম্পাদকের  হয় না পছন্দ?
তাতে কি পায় না, প্রকৃতি, প্রেম, বিরহ, আনন্দ?


আমার কবিতা কি আঁকতে পারে না কোনো ছবি?
আমি তাহলে পারবো না হতে কোনো দিন কবি?
কবিতা  পাঠিয়ে বারংবার, মরি শুধু হতাশায়
কি করি বলোতো, আশাতেই দিন চলে যায়!


কেউ যদি পড়ে বলেন, এই কবিতার নেই দাম
দুঃখ! এতো  কষ্টে লিখেও হলো মোর বদনাম!
যে যা-ই বলুক না কেন, শুনবো না কারো কথা
আজকে আমি ভাঙ্গবোই  মনের গভীর নীরবতা!


আজকে সিদ্ধান্ত নিলাম, আর লিখবো না কবিতা
বাড়ি  গিয়ে  চূলায় দেবো, যা লিখেছি সবই-তা।


রচনা : ২৯.০৯.১৯৯৬ খ্রিঃ