মুসাফির তোমার  সফর করার হল কি শেষ?
সেজে নাও ফিরতে হবে যে, এবার আপন দেশ!
পারের জন্য সমুদ্র কিণারে ভিড়েছে দেখ জাহাজ
চলো মুসাফির নিজের দেশে ফিরতে হবে আজ!


এই সফরে কামাই কিছু করেছো পারের জন্য?
যদি না করো ব্যর্থ জীবন, তুমি যে অতি নগণ্য!
ফেরার কথায় কেন মুসাফির চোখে অশ্রু  ঝরে?
কি এমন মায়া-মমতা পেলে দুই দিনের সফরে?


তুমি তো মুসাফির মূর্খ নও;  তুমি শ্রেষ্ঠ জাতি
তবে কেন পড়ে আছো নিভায়ে আঁধারে বাতি?
এই দূর্বিসহ নোংরা জায়গায় কেমন করে থাকো?
কতদিন  হল, দেশ ছেড়েছো  মনে  পড়ে নাকো?


দেশের কথা পড়লে মনে প্রাণ কি করে আনচান?
ফিরবে দেশে চোখে আনন্দ, হৃদয়ে সুখের গান!
কি বা দেখলে এই সফরে দৃষ্টি নন্দন ছবি
মনে যা চাই নিজের দেশে পাবে তা সবই।


অল্প দিনের এই সফরে ভাল লাগলো কিছু?
দেখো তো শুধু আবর্জনা, সামনে এবং পিছু।
চতুর্দিকে ময়লা, দূর্গন্ধ পাতা যায় কি নাক?
স্বার্থ নিয়ে মরছে মানুষ  নিত্য  লাখে লাখ!


আপন দেশে কতই আছে নানা ফুলের ঘ্রাণ
আরো আছে হরেক রকম পাখির মিষ্টি গান।
এরপরও এখানে মুসাফির থাকতে চাও  বলো?
না মুসাফির আর নয় এবার নিজের দেশে চলো!


রচনা : ১৫.০৩.১৯৯৯ খ্রিঃ