আমি হলাম কচুরিপানা
সারাক্ষণ ভাসি জলে
সবাই আমায় নিয়ে করে
হেলা, নানা কৌশলে।


কেউ গোসলে নামলে পরে
হাত দিয়ে দেয় তাড়িয়ে
তখন আমি অন্য তীরে
ঠাঁই নিই দাঁড়িয়ে।


ওপারের লোকেরা তখন
ঠেলা দেয় নেমে
আমি তখন জলের মাঝে
যাই নীরবে থেমে।


এপাশ ওপাশ করে যেদিন
আমি হারাবো অস্তিত্ত্ব
সেদিন তোমরা শান্ত ক'রো
তোমাদের মলিন চিত্ত!


খুলনা : ০২.০৮.১৯৯৯ খ্রিঃ