এমনও হাসি আছে
হৃদয়ের খাতায়
বহতা নদীর মত
টল্ মল্ বয়ে যায়;
কিছু কান্না চিরদিন
এ বুক ভাসায়।


আকাশে জমলে মেঘ
জল হয়ে ঝরে
ফোটাতে ফোটা বেড়ে
নদী যায় ভরে;
তেমনি হাসি জমে জমে
এ বুক ভরায়।


তিলে তিলে কিছু
ব্যথা আর বেদনা
জমা হয়ে নিয়ত
দেয় শুধু যাতনা;
সে আগুনে আচ্ছাদিত
সমস্ত হৃদয়।


রচনা : ০৭.১১.১৯৯৭ খ্রিঃ