মনটা অতি সূক্ষ্ম জিনিস;
দিয়াশলায়ের শলা
দাহ্য পদার্থে ছুড়ে দিলে
দুপ্ করে তার জ্বলা।


শরীরটা দাহ্য পদার্থের পাত্র;
হোক না তুচ্ছ বিষয়
তা দিয়ে মনে আঘাত দিলে
মূহুর্ত্বে সবখানে পৌঁছায়।


এতে বৃহৎ মহৎ কাজের
উদ্দেশ্য হয় নষ্ট,
ক্ষুদ্র স্বার্থে, ফজিলত বঞ্চিত
পেতে হয় খুব কষ্ট।


রচনা : ০৬.১০.২০১৪ খ্রিঃ


(ফজিলত> গুরুত্ব, গুণাগুণ, ফলাফল)