টল্ মল্ করে জল
ফুটে আছে উৎপল।
তির্ তির্ হাওয়া বয়
লাগে যেন মধুময়।


ঝিল্ মিল্ পরিবেশ
ছড়ানো সুরের রেশ।
শিশির ঝরে টুপটাপ
ইন্দু হাসে চুপচাপ।


নিশব্দ রাত সুনসান
মন করে আনচান।
ব্যাঙেদের আলাপন
ভেঙে দেয় স্বপন।


রচনা : ২২.০৮.১৯৯৮ খ্রিঃ