আমার দেশে কখনও খরা
কখনও ভরা জলে
কখনও হেথা ধু ধু প্রান্তর
কখনও ভরা ফসলে।


গুমোট মেঘে ঘনায় আঁধার
কখনও রবি দীপ্তমান।
কখনও হেথা নিঝুমপুরী
কখনও বয় কলতান।


আমার দেশে কোথাও নদী
কোথাও খাল-বিল
কখনও হেথা পদ্মের সাথে
চাঁদ হাসে খিলখিল।


আমার এদেশ কখনও মূখর
পাখির মিষ্টি রবে
এসব নিয়ে কবিতা ও গান
লিখি রোজ মোরা সবে।


পান্থপাড়া, শার্শা, যশোর।
০৯.০৪.১৯৯৬ খ্রিঃ