আমার প্রিয় হাস্নুহেনা
তোমার সুবাস যায় না কেনা।
এ ভুবনে নও কারো তুল্য
ব্যর্থ, দিতে তোমার ফুলের মূল্য।


সুবাস বিলাও উজাড় করে
তাইতো নিই বুকটি ভরে।
আছে তোমার অনেক ভক্ত
তাদের মাঝে আছে কি আমায় চেনা?


তোমার সুবাসে এতো কিসের সূধা!
মেটায় যত মনের তৃষ্ণা-ক্ষুধা।
বাতাস ভেসে যায় বহু দূরে
তোমায় নিয়ে যায় উদর পুরে।


জান, তোমারে বড্ড ভালবাসি
তাইতো বারে বার কাছে আসি।
আমার এ ক্ষুদ্র দেহ ওই বৃহৎ-এ
সারাজীবনের জন্য নাও জড়িয়ে তাতে।


আমার প্রিয় হাস্নুহেনা
তোমার সবুজ বুকের মাঝে
থাকবো আমি সকাল সাঁঝে
গৃহের কথা একটুও মনে পড়বেনা।


রচনা : ০২.০৩.১৯৯৮ খ্রিঃ