(১)
কুলু কুলু বয়ে যাওয়া
ভরা নদীর বাঁকে
সাদা সাদা কাশফুল
পাখি ঝাঁকে ঝাঁকে।


তীরে তীরে কেয়াফুল
দোলে প্রভাত পবনে
শ্লথনীরে রক্তকমলে
চেয়ে আছে গগণে।


         (২)
চিতলাল সলিলে
পঙ্কজ খায় দোল
সারি বাঁধা তরণী
তটিনীর দুই কোল।


কত কি ললিতে গায়
অপরূপ বলাকা
শুভ্র কাশের মিনারে
বিস্তৃত এলাকা।


পান্থপাড়া, শার্শা, যশোর।
১৫.১০.১৯৯৫ খ্রিঃ