শীতের দিনে নিঃশব্দে
বহে হিমেল হাওয়া
এমন দিনে গরীব-দুঃখীর
জীবন দুঃখে ছাওয়া!


পায়না তারা শীতের পোষাক
ক'রে অনেক কষ্ট
হাড় কাঁপানো শীত কারো
জীবন করে নষ্ট!


শীতের ভোরে দ্বারে দ্বারে
আগুন নিয়ে খেলা
সবার মুখে একই কথা
কখন উঠবে বেলা?


রচনা : ০১.০১.১৯৯৬ খ্রিঃ