আমি যেটা            লিখি সেটা
       লাগে বোধহয় মন্দ!
মনটা ধু-ধু             ভাবছি শুধু
       কি করে দিই আনন্দ।


লেখার সনে          পাঠক মনে
         জমছে না তো ভাব
বোকার মত            অবিরত
        দেখেই যাচ্ছি খাব।


কবি সাজা            বুঝছি মজা
        হই না পাঠক প্রিয়
থাকি পিছু            পারি না কিছু
       আমি এক নিস্ক্রিয়!


পাই না ভাষা         তবুও আশা
        লিখবো হৃদয় ঢেলে
চক্ষু বুজে              ছন্দ খুঁজে
       যাচ্ছি ভাবনা ঝেলে।


যাচ্ছে লগ্ন            ভাংছে মগ্ন
        হচ্ছি ধৈর্যহারা
কাব্যাকাশে           অনায়াসে
       হাসছে নাতো তারা।


কলম-খাতা           নীরবতা
        ভাঙছে নাতো কেউ
কেমন ক'রে           খাতার 'পরে
         খেলবে কথার ঢেউ!


ভাবছি আবার         লিখবো না আর
          বুঝে গেছি পষ্ট
আমার দ্বারা          আশা করা
          বৃথা সময় নষ্ট।


কলম কাগজ         আমার মগজ
         ভেবেই দিশাহীন
শব্দমালা             কাব্যকলা
       আনতে লাগাই দূরবীন।


লাগে না মধুর       কাব্য তো দূর
         লিখছি যেন খবর
পাঠক কূলে          পড়ে না ভুলে
       বলে না কেউ জবর।


হতাশ হয়ে            চেয়ে রয়ে
         কাটাবো কতকাল!
খ্যাতির নেশায়       জীবন শেষ হায়
          হয়েছি বেশামাল।


নাই সমাদর           তবু বিভোর
         নাছোড়বান্দা মন
থাকলে দীক্ষা         চাই যে ভিক্ষা
         দিন না গুরুজন।


রচনা : ১৫.১১.২০১৪ খ্রিঃ