আজ মোদের খুকুমনির
মুখটি কেনো ভার!
মিষ্টি মুখে হাসি নেই
চোখে অশ্রু তার।


সাধ করে পুষেছিল
একটি টিয়া পাখি
হঠাৎ সে উড়ে গেলো
তারে দিয়ে ফাঁকি।


খাঁচা হাতে নিয়ে খুকু
কাঁদে আর বলে
খাঁচার দুয়ার খুলব না
একবার তারে পেলে।


অনেক সাধের টিয়া পাখি
গেল কোথা উড়ে
এলোমেলো ঝড় উঠল
খুকুর প্রাণ জুড়ে।


খুকুর কাছে পাখিটি আবার
ফিরে আসত যদি
খুকুর মনে খুশির জোয়ার
বইত নিরবধি।


পান্থপাড়া, শার্শা, যশোর।
৩১.১২.১৯৯৫ খ্রিঃ