লাল পদ্মের সুবাস নিতে
বাড়িয়ে রাখি নাক
জানি না সে বিলাতে
মোরে দেয় কি ডাক!


বুঝিনা না তো কেমন তার
আহ্বানের সে ভাষা
নাকি সব মনের মাঝে
অহেতুক দূরাশা!


পিপাসু হৃদয় নিয়ে
বসা ঝিলের ধারে
ব্যাকুল হচ্ছি, কিভাবে
ছোঁয়া যায় যে তারে।


তার কি এমন মনে হয়?
পিপাসু তার দেখুক!
তা না হলে এতো শোভায়
কি বা আছে তার সুখ!


মৌমাছির পাখা আছে
সান্নিধ্য পায় উড়ে
ভয় হয় সাঁতার জানি না
যদি মরি বুড়ে!


দূর থেকে চেয়ে থেকে
কাটালাম এ বেলা
তার কাছে পৌঁছার জন্য
মিললো না তো ভেলা।


রচনা : ২৭.০৭.১৯৯৮ খ্রিঃ