আমার কবিতা যদি হতো তেমন রচিত
যেমন রাতের আকাশটা তারায় তারায় খচিত।
বাইরে যেতে না হলে হতো ভালো
কবিতায় ঘরটা হতো আলো আলো।


তাও নয়, কবিতা যদি হতো গোটা পৃথিবী!
ঘরে বসে উপলদ্ধি করতে পারতাম সবই।
ব্যথার শয়ানে পেতাম রাতজাগা ফুলের ঘ্রাণ
তটিনীর কলকল ছন্দে জুড়াতাম প্রাণ!


উদাত্ত গাইবে পাখি বেদনার নীল রাতে
ঝিঝি পোকা করবে বিলাপ রাত জেগে সাথে।
বড় সাধ কবিতার খাতাটি বাহুডোরে বেঁধে
আঁধারে মরে যেতে ইচ্ছে করে কেঁদে কেঁদে!


পান্থপাড়া, শার্শা, যশোর।
রচনা : ০১.১১.১৯৯৬ খ্রিঃ