নদীর বুকে মাঝি-মাল্লা
গান গায় উদাস প্রাণে
প্রকৃতির সুরে সুর তুলে
ভেসে যায় রূপেরবানে।


হাজার পাখি আকুল হয়ে
মধুর কন্ঠে গায়
বুস্তানে কুসুম-কলি মিষ্টি
হাওয়ায় গন্ধ বিলায়।


মাঠের পরে কনক ধানে
দোল দিয়ে যায় হেসে
খালে-বিলে পদ্ম-শালুক
থাকে মৌন ভেসে।


কোথা গেলে এমন ছবি
দেখতে পাবে তুমি
সে তো আমার বাংলা মা
প্রাণের জন্মভূমি।


রচনা : ১৭.০৮.১৯৯৫ খ্রিঃ