ভাগ হয়নি আকাশ বাতাস, ভাগ হয়নি পাখি
নীল আকাশের নিচে পাখির মধুর ডাকাডাকি।
তুমি আমি দুজনে শুনছি একই পাখির গান
পাখির নয়; তোমার আমার আলাদা অতান।


ভাগ হয়নি মেঘমালা, ভাগ হয়নি তো বৃষ্টি
ভাগ হয়েছে সবুজ ভূমি আর মানুষের কৃষ্টি।
ভাগ হয়নি চন্দ্র-সুরুজ, ভাগ হয়নি তারা
হয়েছে একটুকরো জমি, একটি বোধের চারা।


ভাগ হয়নি সংস্কৃতি, ভাগ হয়নি ভাষা
ভাগ হয়েছে এ্কই ঘরে দুইটি প্রাণের আশা।
ভাগ হয়নি নদীর জল, ভাগ হয়েছে তট
মা তোমার সন্তানেরা রহস্যময়ী খোলেনা মাথার জট।


ভাগ হয়নি রণক্ষেত্র, হয়েছে বাঁচার প্রথা
অমানুষ পেয়েছে; মানুষ পায়নি স্বাধীনতা!
স্বাধীনতা তুমি আজ ভাগ হয়েছে দুটি মিছিলে
তোমার গান সবার মুখে, মিশে আছো প্রতি দিলে।


তোমারে জয়ের জন্য মানুষ হয়নি তো বিভক্ত
জান দিয়েছে, মান দিয়েছে, দিয়েছে তাজা রক্ত।
তুমি মহিমান্বিত তবে এখনো কেনো খুন ঝরে?
সবুজ জমিনে কেনো মানুষ অসহায়ের মতো মরে?


কেনো তুমি আজ বিতর্কিত, প্রশ্নের সম্মুখীন
তোমাকে ভাগ করে সবাই মেটাতে চায় ঋণ।
তোমারে জয়ের লক্ষ্য যখন হয়নি ভাগাভাগি
তবে তোমারে সবাই আজ ভাগ করে কিসের লাগি?


নামেই মোরা শহীদদের শ্রদ্ধা জানাই প্রতিবর্ষ
তোমাকে অক্ষুন্ন রাখতে এখনো সমুখে আছে সংঘর্ষ।


রচনা : ২৬.০৩.২০০৭ খ্রিঃ