মনটা আমার পুলকিত সরষে ফুলের দেখে
শীতের সাঁঝে মনের মাঝে স্বপ্ন যাই যে এঁকে।
রঙিন মাঠের সরু পথে হাঁটছি মৃদু পায়ে
আমতা আমতা লাগছে শীত চাদর জড়িয়ে গায়ে।


ফুলের কানে করছে বিলাপ মৌমাছি প্রাণভোলা
সারামাঠে ছড়াছড়ি বাদাম আখের খোলা।
কারা মনে হয় এই পথ ধরে রোজ যায় কোন হাটে?
তারাই এসব ছড়িয়েছে মাঠের শীর্ণ বাটে।


মচর মচর শব্দে তাদের দু'পায়ে যাচ্ছি দলে
সূর্য কখন নিলো ছুটি যায়নি কারো বলে।
হিম সাঁঝের আকাশ থেকে শিশির পড়ছে ঝরে
মাঝে মাঝে পা থেকে পাদুকা যাচ্ছে সরে।


মাঠের 'পরে কুয়াশার জাল পেতে কে গো গেলে?
গমেরা হয়েছে গর্ভবতী পেটে তাদের ছেলে।
অনেক কিছু দেখলাম আমি, লাগল তো খুব ভাল।
একটুও পড়েনি মনে কখন রাত হল কালো!


বলল কেউ মোরে বাড়ি যাও, রাত হয়েছে ঢের
নইলে আঁধারে হারাবে তুমি পথ পাবেনা টের!
তার কথা শুনে আমি পা বাড়ালাম ধীরে
খানিক পর বাড়ি এলাম কালো আঁধার চিরে।


রচনা : ০২.১১.১৯৯৬ খ্রিঃ