তোমায় যত ভুলি তত
বিপরীতে মন কাড়ে
তুমি যত দূরে থাকো
হৃদয়ে দুঃখ বাড়ে।


তোমায় যত ভাববো আপন
এ মন হবে উদার
কাছ থেকে দেখেছি কত
আর ডেকেছি খোদার।


তোমার ভয়ে পালাই আমি
ভাবি না আছো ঘাড়ে
তোমাকে যে বেশী  ভোলে
বোঝে সে হাঁড়ে হাঁড়ে।


তোমায় যে করে উপেক্ষা
তার শেষ অপমানে
সাদরে যে করে বরণ
বাঁচতে সে-ই জানে।


হানাহানি মারামারি সব
চুকাবে শীতল মাটিতে
আমরা একটু সভ্য, যখন
দাঁড়াই জানাজার পাটিতে।


রচনা : ২২.১০.২০১৪ খ্রিঃ