ইতর যে, কোনো ব্যাপারে হারতে সে জানে না
যুক্তি-তর্ক-জ্ঞান-গরীমা কোনো কিছুই মানে না।
বুঝে না জ্ঞানীর মর্যদা, মানী লোকের মান
ঘাড় বাঁধিয়ে ঠেলে সে, রাতকে করে দিনমান।
শূন্য পেটে দেখায় বড়াই, চেনে না 'ব' বর্ণ
নীতি-নৈতিকতা বিবর্জিত কাটা দুই কর্ণ।


মুখোশের আড়ালে সে যে এক বর্ণচোরা
মানুষের সরলতায় কভু বুকে মারে ছোরা!
জ্ঞানী লোকের মৌনতাকে বোকায় করে গণ্য
মিথ্যা অহমিকায় সবকিছুকে বিচার করে পণ্য।
সচ্চরিত্র বংশ পরিচয় সেখানে অনেক নিচে
মুখে তার হিরার ধার, কোথাও পড়ে না পিছে।


শ্রদ্ধা বিনয় সহানুভুতির  সাথে নাই তার পরিচয়
জন্তুর মত বিচরণ তার, অন্তরে নাই সবিনয়।
জ্ঞানী লোকের জ্ঞানের কথা তার কাছে তিতা
কটু কথার অনল ঢেলে সমাজে জ্বালায় চিতা।
নিজের জালেই আঁটকা পড়ে যখন হয় পরাস্ত
গালি দিয়ে জিতে যায়, এটা তার শেষ অস্ত্র।


রচনা : ০৮.১০.২০১৪ খ্রিঃ