প্রিয়তমা তুমি অনেক বয়সী,
কিছুটা জানে, ভোরের সুরুজ
আর রাতের পূর্ণ শশি।


তুমি অনেক রহস্যময়ী
জানে নদী আর আকাশ;
তোমার অভ্যাস, তুমি ক্ষয়ী।


তোমার অভ্যন্তরে অবিরত
কাক-শকুন পঁচে হয় মাটি
দ্রোহে ফেটে হও ক্ষত-বিক্ষত!


তুমি বক্ষে আছো চেপে
কত হাহাকার, বোবা কান্না
তাই মাঝে মধ্যে ওঠো কেঁপে!


তুমি আরো বাঁচতে বেশিদিন
অনেকে ভাঙছে তোমার বুক
বলো কে শোধ দেবে এঋণ!


রচনা : ০৯.০৩.২০০৭ খ্রিঃ