শুভ্র লেবু ফুলের সুবাস
নিয়ে গেছে দখিন বাতাস।
বেড়ার ঘরে সুখে থাকি
ফুলের গন্ধে মাখামাখি।


আমার উঠানে এলো বান
হৃদয়টা ভেঙে খান খান!
ঘর-বাড়ি হারালো নিশানা
রাস্তার উপর পাতি বিছানা!


নেমে গেলো বন্যার পানি
ভিটায় রাখলাম পা দু'খানি।
কাদা-জল করে ছল্ ছল্
শুকনো পাতা ঝরে অবিরল।


সাধের গাছটি গেলো মারা
স্বজন হারানো দিশেহারা।
লেবুতলে বসে আমি
কাব্য লিখতাম দিবা-যামী।


কবিতাতেও থাকতো তার ঘ্রাণ
আজকের লেখার বুকে নাই প্রাণ!
পাই না সুবাস মাখা বাতাস ঝিরিঝিরি
স্বজনের মায়ার মতো তাকে খুঁজে ফিরি।


রচনা : ৩১.০১.২০১৫ খ্রিঃ