স্বস্তি তাদের আসে নাকো
              বৃথা যায় যেঁচে,
মরার জন্য লড়ে যারা
              তারা যায় বেঁচে।


মানবতায় দেবে বলি
             তেমন জীবন কৈ?
বাঁচতে গিয়ে সবাই কেমন
              মৃত্যু পথে রই।


এভাবে আর বেঁচে থেকে
              মরবে কত ক্ষণ!
বাঁচতে যদি চাও তবে
              মরতে করো পণ।


আজ মান-সম্মান-ইজ্জত
              দেয় না কারো কেহ
কোথা পাবো শুদ্ধ আত্মা
             আছে শুধু দেহ।


রচনা : ০১.০৮.২০১৪ খ্রিঃ