বই দেখলে আমার জাগে পড়ার নেশা
ভাল্লাগেনা! কিনে শুধু ঘর ভরি হামেশা।
মন আবার পড়তে চায় দেখলে বিদ্যালয়
পালিয়েছিলাম পড়ার ভয়ে, যখন ছিল সময়।


অন্যায় দেখলে ভাঙে ধৈর্যের বাঁধ
নিজকে উৎসর্গ করে করব প্রতিবাদ।
আবার কি ভেবে, নিই সবকিছু সয়ে
আমার মনে কখন কী যে যায় বয়ে!


গান শুনলে হতে ইচ্ছে করে গায়ক
আয়না দেখলে হতে ইচ্ছে করে নায়ক।
মহানদের জীবনী পড়লে হতে চাই মহানুভব
প্রাচুর্য দেখলে মনে হয় গড়ি তার বৈভব।


মৃতব্যক্তি দেখলে বলি এখন থেকে হলাম শুদ্ধ
শুরু করলাম মনের সাথে কঠিন যুদ্ধ।
ভাবি না কী হওয়ার আছে কতটুকু সাধ্য?
আকাশচুম্বী স্বপ্ন মেখে বাজিয়ে যাই বাদ্য।


রুগ্ন সমাজে সাধ জাগে সৎ-সাহসী নেতা হওয়ার
একবার পারলে হতে, পাপাত্মা মাথায় করে সওয়ার।
আস্ফালনে খালি গলায় বাঘের মত গর্জন করি
পারিনা, বলো এ যোগ্যতা কোথা গিয়ে অর্জন করি?


রচনা : ১১.০৩.২০১৫ খ্রিঃ