দেশের জন্য যতই লেখো কাব্য-ছড়া-গল্প
কিংবা যতো উপদেশ দাও কাজ হবে না স্বল্প।
দেশের ভালোবাসতে হলে মনটি উদার চায়
মানবতার যে ভালো চায় সে-ই তো প্রেমিক ভাই।


"এদেশ প্রাণের মাতৃভূমি" বলে সবাই মুখে
ক'জন এমায়ের সম্মান দেয় হাত দিয়ে বলো বুকে।
যাঁরা বুকের রক্ত দিয়ে ঋণে করলো চির আবদ্ধ
তাদের যদি না রাখি মান কি হবে লিখে পদ্য?


সমাজে সেজে বিরাট সেবক ক'রে পুকুর চুরি
স্বার্থ হাসিলে নিরীহদের গলায় বাঁধায় ছুরি!
এই কী মোদের দেশপ্রেম, এই কী জনপ্রীতি?
বৃথা যাবে রক্ত তাদের যারা আনলো সুকৃতি?


যেখানে মানুষ নিজের অধিকার পায়না কভু বুঝে
সে দেশে মানুষ সুখ-শান্তি পায় কিভাবে খুঁজে?
স্বাধীনতার মানে অবাবিল সুখ, ভ্রাতৃত্ব ও সাম্য
তবে কেনো অশান্তি সদা, এটা কী ছিল কাম্য?


যেখানে মানুষ স্বাধীনভাবে বলতে পারে না কথা
কাদের জন্য স্বাধীনতা? কারে বলে স্বাধীনতা?
স্বাধীনতা তুমিও আজ হয়ে গেছো পরাধীন!
বেঁচে আছো শুধু অনুষ্ঠানে, মর্যাদা রক্ষায় হীন।


রচনা : ০২.০৩.১৯৯৮ খ্রিঃ