দেখো! দেখো! বাঃ বাঃ
কত সুন্দর দেখতে হয়েছে আমাদের সোনা মানিক!
আচ্ছা বলতো ও দেখতে কার মত হয়েছে!
আম্মু : আমার ছেলে ও আমার মত হয়েছে
আব্বু : না না ও আমার মত হয়েছে!


প্রতিবেশীরা কয়-বাবা-কাকাদের মতই হয়েছে দেখতে
কেউ বলে না গো ও ওর মামাদের মত হয়েছে।
দাদু বলেন ও ওর মত হয়েছে।
এবার সুন্দর দেখে একটা নাম রাখতে হবে
দাদু ভাইয়ের।


নামহীন নবজাতক কার মত হয়েছে এই নিয়ে শোরগোল!
নাম রাখা, হল সোনামনি দিনে দিনে বড় হতে লাগল।
পাড়া মাতিয়ে তোলে। স্কুলে যায়, খেলা করে।
শিক্ষা-দীক্ষায় একদিন সে আদর্শ মানুষে পরিণত হল।


দেশের আবাল-বৃদ্ধ-বণিতা, জেলে-মজুর, কৃষক,
সবাই তাকে চিনতে লাগল
তার ছবি দেখলেই সবাই তাকে চিনে নিতে পারে।
তার আর নামের দরকার হয় না,
তার চেহারা সকলে নিজের মাঝে প্রতিস্থাপন করতে চায়।


রচনা : ১৯.০৩.২০১৫ খ্রিঃ