নানা রঙের আকৃতি আর
              হরেক জাতের পাখি,
উড়ে বেড়ায় চারিপাশে
             ক'রে ডাকাডাকি।
হাওড়-বাওড় নদী-নালা
            পাহাড়-বন জঙ্গলে
মাঠে-ঘাটে সকল জায়গায়
            পাখির দেখা মেলে।
পাখিদের আলাদা দেশ নেই
            সারা জগৎ তাদের,
উড়ে বেড়ায় মনের সুখে
            বিচরণ অবাধের।
কোনো পাখি এদেশ থেকে
            ভিনদেশে উড়ে যায়
কোনোটার মেলে না দেখা
            বিলুপ্ত তারা প্রায়।
ঋতুচক্রের পরিক্রমায়
           কোনো কোনো পাখি
এই সবুজের দেশে আসে
           দিয়ে চোখে ফাঁকি।
এমন এক অতিথি পাখি
          এসেছে এই দেশে
মিশেছে এই শ্যামল মায়ার
          চির সবুজ কেশে।
পাখি গবেষক, নূতন সেই
         ছোট্ট সুন্দর পাখিটির
"নীলটুপি শিলাদামা" নাম
         দিয়েছেন এই অতিথির


শার্শা, যশোর।
০৩.০৪. ২০১৫ খ্রিঃ